আমারে যদি ঘুমাইতে হয়
তাইলে রাইত হউক
আমার পানে যদিও চোখ পিট পিটাও
ঘুম দিব আমি পূবে সোনালি বইলেই
ছোট ছোট দুখানি মেঘ মোর
তাও যদি ভেঙ্গে যায়
সদা ভাবি চোর
কখন জানি উইড়া আসে
লগে মোর মৃদু সহাস্যে
কথা অমৃত ভুজুং ভাজুং
তারপর দেখিব সদা ভয়ে
ভাগিয়া গিয়াছে মেঘ
তখন কী উপায়ে ফিরাইব
মোর সদা ভয়ে মেঘ?
একদা যা ছিল সম্বল
এই ধরি
আর্ট কালচার লোটা কম্বল
সব লইয়া ভেগেছে
এক সোনার তরী
এখন তো হায়, কিছু নাই
শুধু রইয়া গিয়াছি
মোরা দুখানা মেঘ
তাও যদি ভাগিয়া যাই
কেমনে ফিরিয়া পাবে
তাই তো ফিরিয়া ভয়
যদি রাইত বকা কয়
যদি মোরে ঘুমাইতে হয়
কিন্তু
আমি ঘুমাবো না
সারাদিন চরিয়া ফেরিব
দুইখানা মেঘ সাথে লইয়া
তাহারা হাটিবে-দৌড়াইবে না
যদি ঘামিয়া বর্ষণ করে
বুকে জড়াইয়া ঘুরিব আমি
ঘমাইব না
আর্ট কালচার বিনে ঘুম কিসে তে?
তাই হাটি আমি সূর্যের সহিত
ইহাতেই রাত ফাকি
ঘুম তো নাই যে,
নাকি?
রাত নাই, ঘুম নাই
বনতলে দোল নাই
দ্বার নাই, ঘর নাই
আছে শুধুই দুখানি
শুভ্র রঙা মেঘ সাদা।
/লায়েছ
কাফরুল, ঢাকা
২০১২