সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

দেখি তুমি আছ



আমি ভাত খেয়ে কেবল আসলাম
হাইবারনেটে ছিল
দেখি ফেস আর বুক খোলা
দেখি তুমি আছ
একটা সবুজ বাতি হয়ে জ্বলে আছ

১৫ সেপ্টেম্বর ২০১৩
কাফরুল, ঢাকা