কে তুমি ছোট্ট বিড়াল ছানা
এমন অমর্যাদার দুনিয়ায়
অচল স্থবির সব
টাকা ছাড়া পাতাও নড়ে না
এরই মাঝে
তোমাকে নিয়ে ছুটছি
লাল নীল বাতি
জ্বলছে নিভছে
আমি কাদছি
আমরা ছুটছি
কী আজব দেখ
এত ছুটে যাচ্ছি
কত কৌশলে
কত কিছু করে
কিন্তু সেই একই জায়গায়
ঠায় রয়ে গেছি
ছোট্ট বিড়াল তুমি
কোলে নিয়ে তোমাকে
এত এত এত এত দৌড়ে
সেখানেই দাঁড়িয়ে আছি
এমন অমর্যাদার দুনিয়ায়
অচল স্থবির সব
টাকা ছাড়া পাতাও নড়ে না
এরই মাঝে
তোমাকে নিয়ে ছুটছি
লাল নীল বাতি
জ্বলছে নিভছে
আমি কাদছি
আমরা ছুটছি
কী আজব দেখ
এত ছুটে যাচ্ছি
কত কৌশলে
কত কিছু করে
কিন্তু সেই একই জায়গায়
ঠায় রয়ে গেছি
ছোট্ট বিড়াল তুমি
কোলে নিয়ে তোমাকে
এত এত এত এত দৌড়ে
সেখানেই দাঁড়িয়ে আছি
১২ জানুয়ারী. ২০১৮
মিরপুর ২, ঢাকা