মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

এক বুনো ইঁদুর


ক্ষেত খুঁড়ে নিচে নেমে যায় এক বুনো ইঁদুর,
বোবা ধানকে পিছু নিতে বাধ্য করে দুটো দাত।
আচমকা রক্তাত ক্ষেত নিমীলিত
দৃষ্টিতে রয়-
মেঘ কিংবা সর্পের আশায়।

জুন, ২০১১ 
কাফরুল, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন