বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

ট্যাব্বিঃ মাই ক্রোক ও ডাইল



সেবার রাতদের সাথে নয়া উপায়ন এল
যদিও ক্রমশ বিঘ্নিত
স্বস্তির টান বোঝা যায় না হয়ত
টানের চিত্র এঁকে সেবার গোল্ডমেডেল চিনেছিলাম
স্বয়ং সাইমুম ঝড় বলেছিলেন
“তুমি পারও হে
দূর্দান্ত দারুণ শিল্পী
যেন সার্কাস সার্কাস মাস্টার
কি হবে নিয়ে এইসব মেডেল ফেডেল
বরং নিয়ে যাও এই তুর্কি কুমির।”

নয়া নাফা, নয়া ন্যস্ত
ঘাড় নেড়ে নেড়ে দেখি তারে
দাঁত দেখি
পৃথিবীর সব ছুরিগুলো দাঁড়িয়ে যায়
মোটা ল্যাজের ঝাঁপটায়
ভিত নড়ে নড়ে ওঠে ফুলগাছের
তার ধূসর চোখ
আততায়ীময় প্রবৃদ্ধ বাস্তব
পিছিলা শ্যাওলাময় পিঠ
পৃথিবীতে তখন একটাই শব্দ
খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা



এইত দারুণ নয়া নাফা মোর
সুতীব্র এই জানোয়ার দেখলেই
সচারাচর পিঠ ঘুরে যায় আপনাতেই
কে যায় হায়
মর্মর ধ্বনি তুলিতে
হিংস্র সরিসৃপ হলেও
কোন আজগুবি কারণে
তারও আছে  বলে
রাত্রিকালীন নিস্তব্ধতা
তার ঘোলাটে দাঁতের ফাঁকে ফাঁকে
জানিয়েছিল সে নরকের কাগজে
এরপর পৃথিবীতে তখন শোরগোল

রাত্রির আবছা আবছা ছোঁয়ায়
শিকারী জানোয়ার মোর বেড়ে ওঠে
যেভাবে বাড়ে বৃক্ষের চেয়ে আগাছা
চিত্রক ফের বুঝে অনিরুদ্ধ রক্ত
শেষ নিশ্বাসদের একটা নিতে নিতে
চুপচাপ বলে যেন
তাকে পোড়ানো না হয় চন্দন চিতায়
সে নিজেই ভেসে যাবে ভাতের ফেনায়
চন্দন কাঠে তার এলার্জি আছে।

আর পৃথিবীতে তখন একটাই শব্দ
খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা









২টি মন্তব্য: