তাও তো তুমি আস শিকারীবেশে
মোরে ঘিরা ঘুর
পিটপিটা চোখ ঘুরাও
কাছে চইলা আস আরো
উবু হয়া ঘ্রাণ নেও
আমার পাথর চেনা তনু
জ্যান্ত বায়ু দুনিয়ায় নাই
মরা ভাইবা চইলা যাও
আসমানে উড়াল দেও
আর আমি তোমারে ভাল্লুক ভাইবা
দম আটকায়া হুইয়াই থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন