অনেকটা হেটেছি পথ এক সাথে বন্ধু
উঠোনে ধরেছি এক সাথে রোদ কত
বৃষ্টির আকাশ মেঘ একটা একটা করে
ধরে বুক পকেটে নিয়েছি
মোদের রংধনু ছুঁড়ে দিত ছোট্ট হাত
মহাকাশের এপার ছাড়িয়ে ওপার
চত্বর জানতাম এক ছুটে সুবিশাল ।
হারাতাম প্রাণ একই অংক বইয়ে আমরা
ছুটির ঘন্টাতে একইত প্রাণ বেধে আসমান গুনে
আসতাম অসংখ্য বার মোরা
বন্ধু, একই সাথে একই ভাবে
রাস্তাতে হাটতাম একই আমরা
কানাগলি-গোলচক্করে একই মাথা খুইয়ে
চা কাপে নিজস্ব ছায়া মোড় চেনা রঙ
দেখে আমাদের ইতিহাস মনে পড়ত কোন হলুদ আলোর?
জাহাজী বালক কোন চুপ আলোয় থাকত?
জেনেছি আমরা তো একই সাথে চুপ হতে
তাকে লাজুক হাসির পাঁথরের সাথে
ডুবে যেতে অন্ধকার দেখেছি সময়ে
আমরা তো হাটতাম একই সাথে
আমরা তো গাইতাম একই গান....................
-একই, মোহাইমিন লায়েছ
কাফরুল
১৩/০৯/১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন