আর এখনো এই মশাল হাত ভূত তাড়িয়ে আসে,
তোমার হাতের প্রতীক্ষায়
ও মিছিলের দূরত্ববন্ধু, এখনো মৃত্যুকূপ খুঁড়ে যাচ্ছ কোন
ইশারায়?
জানি এখনো তোমার স্বপ্ন চৌকো বিলবোর্ডে আটকে পড়ে
দমবন্ধের কালে
একবার বদলে ফেলো তোমার রংহীন রঙ্গিন পোশাক
আমদের অগ্নিপোশাকে
একবার মিছিলে আস
একবার আস মিছিলে।
শুধু একটিবার রঙ্গিন রোদ চশমা ছুঁড়ে ফেলে দেখো
তোমার রোদহীন জমাট বরফ কালো নক্ষত্রকে
জানি ঠিক তখনই প্রেমের হাতসহ চলে আসবে
আমাদের এই প্রিয় নক্ষত্রের নিচে।
দেখবে তখন বুকে দাউদাউ জ্বলা পোস্টার
অবিরাম গনগনে হাত ছুঁড়ে দেয়
মানি না, মানব না বলে প্রচন্ড মার্তন্ড ঝড়ে
আমরা তখন ছুটবো অভিন্ন আলোক কণিকার সুর হয়ে
সেই অনাকাঙ্ক্ষিত নক্ষত্রকে স্তব্ধ করব বলে।
জুলাই, ২০১১
কাফরুল, ঢাকা
জুলাই, ২০১১
কাফরুল, ঢাকা
একবার মিছিলে আস
উত্তরমুছুনএকবার আস মিছিলে।
:)
মুছুনসেই অনাকাঙ্ক্ষিত নক্ষত্রকে স্তব্ধ করব বলে।
উত্তরমুছুন=)
মুছুন