সোমবার, ২৭ মে, ২০১৩

তোমারে খোদা হাফেয কইতে বিলা লাগে আমার


জানি একদিন আঁচল গুটায়া নিবা
বাধা দেবার চেষ্টাও হয়তো আমি করব
অবশ্যই বিরতি মাইনা
হাতের পরে শাড়ি আর থাকবো না জানি
কিন্ত, তিন-চাইরটা সূতা থাকবো
এইটা লিখিত আছে নিশ্চিতের তালিকায়।
তোমার শাড়ির সূতা
সূতা পেচায়া থাকব
আমার আঙ্গুলে।
গলায় জাফরান সূতা নিয়া
আমার আঙ্গুল গুটায়া আইবো হুইঠা গোলাপের মতো।
আমারে ঝাড়ি দিব পাঁচ পাঁচ দশ দিক দিয়া-
"ও তাই? আর বাসে সবার সামনে হাত ধরতে লজ্জা লাগে না??"
জানি মনে পড়বো।
একদা আঙ্গুলে জাফরান সূতার ফাঁস ছিল না;
তবে গুটায়া আসতো
লজ্জাবতী লতার মতো।
জানি, একদিন আঁচল গুটায়া নিবা ঠিকই
কিন্ত, শাড়িময় বাড়ন্ত লতা আটকাইবা ক্যামনে?



আগষ্ট,২০১১
কাফরুল, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন