শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

মিছিল



আর এখনো এই মশাল হাত ভূত তাড়িয়ে আসে,
তোমার হাতের প্রতীক্ষায়
ও মিছিলের দূরত্ববন্ধু, এখনো মৃত্যুকূপ খুঁড়ে যাচ্ছ কোন ইশারায়?
জানি এখনো তোমার স্বপ্ন চৌকো বিলবোর্ডে আটকে পড়ে
দমবন্ধের কালে
একবার বদলে ফেলো তোমার রংহীন রঙ্গিন পোশাক
আমদের অগ্নিপোশাকে
একবার মিছিলে আস
একবার আস মিছিলে।
শুধু একটিবার রঙ্গিন রোদ চশমা ছুঁড়ে ফেলে দেখো
তোমার রোদহীন জমাট বরফ কালো নক্ষত্রকে
জানি ঠিক তখনই প্রেমের হাতসহ চলে আসবে
আমাদের এই প্রিয় নক্ষত্রের নিচে।
দেখবে তখন বুকে দাউদাউ জ্বলা পোস্টার
অবিরাম গনগনে হাত ছুঁড়ে দেয়
মানি না, মানব না বলে প্রচন্ড মার্তন্ড ঝড়ে
আমরা তখন ছুটবো অভিন্ন আলোক কণিকার সুর হয়ে
সেই অনাকাঙ্ক্ষিত নক্ষত্রকে স্তব্ধ করব বলে।

জুলাই, ২০১১
কাফরুল, ঢাকা

শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩

একই





 অনেকটা হেটেছি পথ এক সাথে  বন্ধু
উঠোনে ধরেছি এক সাথে রোদ কত
বৃষ্টির আকাশ মেঘ একটা একটা করে
ধরে বুক পকেটে নিয়েছি
মোদের রংধনু ছুঁড়ে দিত ছোট্ট হাত
মহাকাশের এপার ছাড়িয়ে ওপার
চত্বর জানতাম এক ছুটে সুবিশাল ।
হারাতাম প্রাণ একই অংক বইয়ে আমরা
ছুটির ঘন্টাতে একইত প্রাণ বেধে আসমান গুনে
আসতাম অসংখ্য বার মোরা  
বন্ধু, একই সাথে একই ভাবে
রাস্তাতে  হাটতাম একই আমরা
কানাগলি-গোলচক্করে একই মাথা খুইয়ে
চা কাপে নিজস্ব ছায়া মোড় চেনা রঙ
দেখে  আমাদের ইতিহাস মনে পড়ত কোন হলুদ আলোর?
জাহাজী বালক কোন চুপ আলোয় থাকত?
জেনেছি আমরা তো একই সাথে চুপ হতে
তাকে লাজুক হাসির পাঁথরের সাথে
ডুবে যেতে অন্ধকার দেখেছি  সময়ে
আমরা তো হাটতাম একই সাথে
আমরা তো গাইতাম একই গান....................

-একই, মোহাইমিন লায়েছ
কাফরুল
১৩/০৯/১২