বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

স্ফটিক দিনের জন্য



ঘুমোবার আগে বলেছিলে
আর সব সময়ের সাথে
দরকার ফুরিয়েছে অক্সিজেনের
বাতাসে সকল প্রতিবিম্ব মিলাবার
আগেই গাছগুলো শেকড় ছাড়াল
আমাদের চেয়ে বড় যে আসমান
এখনো স্ফটিক ভালবাসা নিয়ে
বিরাট আহবান করছে
তার দিকে ভর দিয়ে দিয়ে
আগছালো চুল মেলে গাছগুলো
চলে যায়। দূর থেকে
যত দূরে দূরবীক্ষণ পৌছে নি
তারও দূর থেকে চৈতালী হাওয়ায়
ভেসে মিলিয়ে যায় চুপচাপ
সোনালু রেণুর দিন
সেই খাঁ খাঁ নিদারুণ চত্বরে
আমার ফ্যাসফ্যাসে
প্রার্থনায় ঠিকরে পড়ে
গভীর দুঃস্বপ্নে গুঙরে উঠা পাথর।

কাফরুল
মে, ২০১২

মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

এক বুনো ইঁদুর


ক্ষেত খুঁড়ে নিচে নেমে যায় এক বুনো ইঁদুর,
বোবা ধানকে পিছু নিতে বাধ্য করে দুটো দাত।
আচমকা রক্তাত ক্ষেত নিমীলিত
দৃষ্টিতে রয়-
মেঘ কিংবা সর্পের আশায়।

জুন, ২০১১ 
কাফরুল, ঢাকা