শনিবার, ২২ জুন, ২০১৩

এনকাউন্টার


চারিদিকে লাশের সংবাদ মাঝপথেই এঙ্কাউন্টারে ঝরে যাবে,
নিহত যুবকের অস্তিতে সাই টর্চ আলো
তার বাড়ী ফিরবার সম্ভাবনা ছুড়ে ফেলে গোগ্রাসে.
তবু মৃত্যু কবর ফুড়ে বেরিয়ে আসি নিহত যুবকের এক টুকরো সফেদ কাফন খোজে,
আর তোমাদের উতসর্গ দাফন গড়িয়ে পড়ে
সন্দেশ কাগজ অথবা ফর্সা মেকাপের ভীড়ে।
নিহতের হলদে দাতে নীলচে মাছি বসে তোমাদের আদরের অপেক্ষায়।

জুন, ২০১১
কাফরুল, ঢাকা

গণস্বর্গযান যাত্রা

তোমাকে নিয়ে উড়ে বেড়ালে
চোখে পড়ে ঘর্মাক্ত শ্রমজীবি রিকশা
না হয়, এককম চৌকো হাওয়াই বাহন
কিন্ত প্রলেতারিয়েত মানিব্যাগ
পিঠে খোঁচা মেরে
সাইনবোর্ড ঝুলিয়ে দেয়-
চৌকো গণস্বর্গযান
অথবা
দু'জোড়া পায়ের অকপট যাত্রা।

আগষ্ট,২০১১

কাফরুল, ঢাকা।