চারিদিকে লাশের সংবাদ মাঝপথেই এঙ্কাউন্টারে ঝরে যাবে,
নিহত যুবকের অস্তিতে সাই টর্চ আলো
তার বাড়ী ফিরবার সম্ভাবনা ছুড়ে ফেলে গোগ্রাসে.
তবু মৃত্যু কবর ফুড়ে বেরিয়ে আসি নিহত যুবকের এক টুকরো সফেদ কাফন খোজে,
আর তোমাদের উতসর্গ দাফন গড়িয়ে পড়ে
সন্দেশ কাগজ অথবা ফর্সা মেকাপের ভীড়ে।
নিহতের হলদে দাতে নীলচে মাছি বসে তোমাদের আদরের অপেক্ষায়।
জুন, ২০১১
কাফরুল, ঢাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন