সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

শুভরাত্রি, সুন্দর স্বপ্ন দেখেন

১.
আমি ঘুমাব না স্বামী
নয়ন আড়ালে থাকিব না
যে কাজল রেখা টানিয়াছ তুমি
অশ্রুতে কাঁদিছে দেখ মেঘ
সে গাঢ় কাজলের রাত্রিতে
তুমি প্রিয়া মোর বুকে ডুবে
শ্যাম সুন্দর চম্পা মাধবি বেশে
রক্তজবা রাঙা পায়

আমি ঘুমাবো না স্বামী
মোর ঘরে আধো ঘুমের স্বপনে
এসো মধু পিঙ্গল ঠোঁটে নেই তোমায়
রহিব আর কত এ শূণ্য দেশে প্রিয়া
গোপনে এসো গো বিদেশিনী
এই কাঙালের দেশে বধূ হয়ে
শেষ করো এই রাত্রি মম

আমি ঘুমাবো না স্বামী
করুণ কান পাতিয়া শ্বাস গুণি
এসো গো সঙ্গীত তুমি মৌসুমী বাতাস
আমার দেহে আলতা পায়ে এসো নৃত্যরাজ
পথ চাহিয়া কী পেলাম গো স্বামী
সকলের নিন্দা মুখেতে বুজিয়া
তোমারে খুঁজিয়া জ্বলি ফাগুন নিশিতে

২.
সকলে ঘুমায় প্রিয়া
আমি তবু ঘুমাবো না
যদি চলে আসো হতভাগিনীর কাছে
তোমারে বাতাস করিবার ফাঁকে
কে দেখিবে তোমারে গো স্বামী
কে বা মুছাইবে শাড়ির আঁচলে
পরাণের গহীনে যে ছবি আঁকিয়াছি
তাতে কে দোল ছড়াইবে

তোমার বাঁশিতে তোমারে বাঁধিব শ্যাম
নারীর বেদনা কে জানিতে পারে
পাখি তুমি বনমালীরে দেখিলে কইয়ো
খিল নাই কলঙ্কিনীর ঘরেতে
বাহু বাড়াইয়া অশ্রুতে আঁখি ছলছল
ভীরু বুকেতে কোহেলিকা কাপিছে টলমল।

এপ্রিল ২০১৬
ইব্রাহিমপুর, ঢাকা