শনিবার, ২২ জুন, ২০১৩

গণস্বর্গযান যাত্রা

তোমাকে নিয়ে উড়ে বেড়ালে
চোখে পড়ে ঘর্মাক্ত শ্রমজীবি রিকশা
না হয়, এককম চৌকো হাওয়াই বাহন
কিন্ত প্রলেতারিয়েত মানিব্যাগ
পিঠে খোঁচা মেরে
সাইনবোর্ড ঝুলিয়ে দেয়-
চৌকো গণস্বর্গযান
অথবা
দু'জোড়া পায়ের অকপট যাত্রা।

আগষ্ট,২০১১

কাফরুল, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন