শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

ওয়ালস্ট্রিট করটির নিমিত্তে আক্ষেপ

এর চেয়ে করটি যদি হত ওয়ালষ্ট্রিটের প্রেতাত্নিক দেয়াল
বাতাসটি ঠিকই ফোঁকর গলে বেরিয়ে যেত অসীম আকাশে।
আমিও মিশে যেতাম তীব্র উদ্দামে রঙ্গিন স্যান্ডউইচে
আমিও হয়তো বা নখের আঁচড়ে বিদ্ধ হয়ে রাতের চাঁদকে
অসম্ভব ভেবে লাল-নীল আলোর নিচে থাকতাম,
তখন আমিও লিপগ্লসে চুমো খেয়ে পুড়িয়ে ফেলতাম
ফুলের বাগান।
আর তুমিও লিপ লাইনার দিয়ে সীমারেখা টেনে দিতে আমার প্রেমের।

কিন্ত।
এ কি হল? বল ত।

এক গুমোটে মৌসুমি বাতাসকে কৃতজ্ঞতার সত্যাপন পাঠিয়েছিলাম।
বলেছিলাম, “লাল হবে রঙ করটির দেয়ালের।”
সেও জবাব দেয় জোনাকি মারফত।
সেই থেকে লিপগ্লস ডাস্টবিন, উদর নিঙড়িয়ে তুলে আনে
সভ্যতার আবর্জনা।
করটির দেয়ালে আছড়ে পড়ে লাল স্রোত।
আর করটিতে আচমকা আটকে পড়া উদমো বাতাস
জ্বালিয়ে রাখে আমার সফেন ভাতের লাল চুলো
                     দ্রিম দ্রিম শব্দে।



১১জুন ২০১১
কাফরুল, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন